দীপককুমার দাসঃ
আজ ১৮ জুলাই দুপুরে প্যাটেলনগরে অবস্হিত মহঃ বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধুনিকরণের জন্য বিভিন্ন কাজের সূচনা করেন জেলা শাসক বিধান রায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রী আড়ি, সদর মহকুমা শাসক সুপ্রতীক সিনহা, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিষেক মিশ্র, জেলা পরিষদের সহ সভাপতি স্বর্ণলতা সরেণ, মহঃ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাসিণী মুর্মু প্রমুখ। এদিন মহঃ বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে একটি অনুষ্ঠানের মাধ্যমে মহঃ বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধুনিকরণের নানা কাজের শিলান্যাস করা হয়।
জেলা শাসক বিধান রায় জানান, মহঃ বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রকে মডেল স্বাস্থ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এখানে ৮০শয্যা বিশিষ্ট আধুনিক মানের হাসপাতাল গড়ে তোলা হবে। এদিন ২০টি শয্যা বিশিষ্ট মহিলা ওয়ার্ডের নব নির্মাণ কাজের সূচনা হয়। এছাড়া পানীয় জলের জন্য তিনটি সার্বমাসিবল পাম্প, জরুরী বিভাগ, বর্হিঃবিভাগ, অফিস কে নতুন ভাবে সাজিয়ে তোলা হবে। সঠিক নিকাশী ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্য কেন্দ্রকে ঝকঝকে রাখা হবে। এদিন এই স্বাস্থ্য কেন্দ্রের আধুনিকরণের অনুষ্ঠান দেখতে ভিড় করেছিলেন অঙ্গণ ওয়াড়ী, আশাকর্মী থেকে এই ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের মানুষজন।