শম্ভুনাথ সেনঃ
জীবনের জন্য জীবিকার প্রয়োজন। বীরভূমের ময়ূরেশ্বর ২ নং ব্লকের কোটাসুরে একটি সভাকক্ষে আজ ১৮ জুলাই জীবিকার দিশা দিতে একদিনের এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ভারত সরকারের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এই কর্মশালার আয়োজন করে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নবদিশা ওয়েলফেয়ার সোসাইটি। এদিন উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিপুল দে, প.ব.খাদি গ্রামীণ শিল্প পর্ষদের বীরভূম জেলা আধিকারিক গোপালকৃষ্ণ বসু, বীরভূম জেলা শিল্প কেন্দ্রের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার সুদীপ মুখোপাধ্যায়, স্বেচ্ছাসেবী সংস্থা সম্পাদক সুজিত মণ্ডল প্রমুখ।
এই সেমিনারে কোটাসুর, ভাবঘাটি, গঙ্গারামপুর, কালিকাপুর এবং সংলগ্ন গ্রাম এলাকার অন্তত ৭৫ জন মহিলা ও ১৫ জন পুরুষ অংশগ্রহণ করেন। সরকারি আধিকারিকরা এই সেমিনারে স্বনির্ভর করার লক্ষ্যে প্রশিক্ষণ দান করেন। কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্প নিয়ে যেমন আলোচনা হয় তেমনি রাজ্য সরকারের খাদি ও শিল্পদ্যোগ এবং জেলা শিল্প কেন্দ্রের সরকারি অনুদান কোথায় কিভাবে উন্নত প্রযুক্তির প্রশিক্ষণ পাওয়া যায়, সর্বোপরি সরকার কিভাবে মূলধন সরবরাহ করে সে কথায় তুলে ধরেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা। আধিকারিক গোপালকৃষ্ণ বসু প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন মহিলাদের স্বনির্ভর করার নানা তথ্য পরিসংখ্যান। এদিন পম্পা বাগদি, সীমা দাস, পূজা বাগদি, দীপিকা বাগদি, রীনা কোনাই প্রমুখ মহিলারা এই প্রশিক্ষণ পেয়ে খুশি ব্যক্ত করেন।