দীপক কুমার দাসঃ
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পের জীবন্ত চরিত্র অন্ধ গায়ক পংখে। তার বাঁধা গান আর অনবদ্য সুরে মুগ্ধ হতো সবাই। সেই গায়কের জীবনের ওঠাপড়া ও টানাপোড়েনের গল্প নিয়েই মহঃ বাজারের নাট্যদল টহল এর নতুন নাটক। এই নাট্য দলের এটি তৃতীয় প্রযোজনা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোটগল্প তমসা অবলম্বনে সতেন্দু মুখোপাধ্যায় এর নাটক পংখে মঞ্চস্থ হলো রবিবার সাঁইথিয়ার রবীন্দ্রভবনে। এই নাটকটির সম্পাদনা, সঙ্গীত ও নির্দেশনায় ছিলেন বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব উত্তম চট্টোপাধ্যায়। নাটকের মূল চরিত্র এক অন্ধ গায়ক পংখে। যে কিনা আপন খেয়ালে গান বাঁধে, সুর দেয়। বর্ধমানের একটি ঝুমুরের দল একটি গ্রামে আসে তাদের ঝুমুর গান পরিবেশন করতে। অনুষ্ঠান শেষে ট্রেন ধরে বর্ধমানে ফেরার জন্য হাজির হন লাভপুর ষ্টেশনে। সেখানেই তারা কৃত্তিবাস বাগ্দীর অন্ধ ছেলে পংখের গান শুনে মুগ্ধ হন। পংখের গান শুনে তাকে গানটা শিখিয়ে দিতে বলে ঝুমুর দলের ঠাকরুণ। অন্ধ গায়কের প্রতি অন্তরের ভালোবাসা জন্মায় ঠাকরুণের মনের গহনে। সহজ সরল পংখে ঠাকরুণকে গান শিখিয়ে দেয়। তার সুরে তাকে পাগল করে তোলে।মাঝে কয়েকটি বছর পেরিয়ে যায়। নিজের সুর বদলে দিয়ে পংখের গান বাজারী সুরে রেকর্ড করা হয়। একদিন কলের গানে বাজারী সুরে তার গান শুনতে পায় পংখে। বাজারী সুরে তারই গান শুনে ভারাক্রান্ত হয়ে উঠে পংখে। বুকটা মোচড় দিয়ে ওঠে, বেদনাহত হয় সে। তখন ঠাকরুণ তার কৃতকর্মের জন্য অপরাধ বোধে ভুগতে থাকে। অন্ধ গায়ক পংখে-এর প্রতি ভালোবাসায় ক্রমশঃ জড়িয়ে যেতে থাকে ঠাকরুণ। চাপে পড়ে মূল সুর বদলে বাজারী সুরে পংগের গান গাইতে হলেও তার সমস্ত ভালোবাসা উজাড় করে দেয় পংখের জন্য। পংখেকে পাবার জন্য অনন্ত অপেক্ষা ঠাকরুণের। এমন একটা গল্প নিয়ে নাটক এগোতে থাকে। তিন জন অভিনেত্রী সহ মোট ১৪জন অভিনয় করেছেন এই নাটকে। পংখে চরিত্রটিকে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন উত্তীয় চট্টোপাধ্যায় অনবদ্য অভিনয়ে, শরীরী ভাষায় ও কন্ঠের যাদুতে। আর অন্ধ যুবকের প্রতি ভালোবাসা, গান, সংলাপ ও অস্ফুট কথোপকথন, অনবদ্য অভিনয়ে মঞ্চে যথাযথ ভাবে তুলে ধরেছেন অনন্যা ভট্টাচার্য। পংখের দিদি চরিত্রে ঐশিকা সরকার, ষ্টেশন মাষ্টার চরিত্রে উত্তম চট্টোপাধ্যায় ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের অভিনয় ও প্রশংসার যোগ্য। নেপথ্য ভাষ্যপাঠে স্বপন রায় যথাযথ। এই নাটকের অভিনয় মুগ্ধ করে হলভর্তি দর্শকদের। নির্দেশক উত্তম চট্টোপাধ্যায় বলেন, টহল নাট্যদলের এটি তৃতীয় প্রযোজনা। বিখ্যাত কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প তমসা অবলম্বনে সত্যেন্দু মুখোপাধ্যায় এর নাটক পংখে। পংখে ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পের একটি জীবন্ত চরিত্র। অন্ধ পংখে গান গেয়ে ভিক্ষা করত, আপন খেয়ালে গান বাঁধতো। সেই পংখে চরিত্রকে কেন্দ্র করে এই নাটক। এই নাটক দর্শকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। এদিন সাঁইথিয়ার রবীন্দ্রভবনে এই নাটক দেখতে উপস্থিত ছিলেন বহু নাট্যপ্রেমী দর্শক।