শম্ভুনাথ সেনঃ
নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজ ২০ জুলাই বিক্ষোভ পথসভা অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নির্দেশক্রমে বীরভূমের মল্লারপুর বাহিনা মোড়ে বেলা সকাল ১০ টা নাগাদ ময়ূরেশ্বর ১ নং ব্লক কংগ্রেস ও কিষাণ কংগ্রেসের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে এদিন প্রতিবাদ জানানো হয়। আলু, পেঁয়াজ, টমেটো, পটল, করলা থেকে শুরু করে সব ধরনের কাঁচা সবজি তেল, নুন, চাল, ডাল সব জিনিসের দাম দিন দিন অগ্নিমূল্য হচ্ছে। অথচ কেন্দ্র বা রাজ্য কোনো সরকারের কোনো হেলদোল নেই। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ধারন দুর্বিসহ হয়ে উঠেছে। রাজ্যের তৃনমুল ও কেন্দ্রের বিজেপি এই দুই সরকারকে ধিক্কার জানিয়ে পথসভায় বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা। অবিলম্বে সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমলে জাতীয় কংগ্রেস বৃহত্তর আন্দোলন করবে বলে হুঁশিয়ারী দেন। সভায় উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর ১ নং ব্লক কংগ্রেস সভাপতি পার্বতী কুমার চৌধুরী, যুব কংগ্রেস সাধারণ সম্পাদক বজরুল হক, মল্লারপুর – ২ নং অঞ্চল কংগ্রেস সভাপতি মাধব দাস, কানাচি অঞ্চল কংগ্রেস সভাপতি সাকাল সেখ, জেলা কংগ্রেস কমিটির সদস্য শান্তিরাম মাল, সমীর কুমার দত্ত সহ দলীয় নেতৃত্ব ও সাধারণ মানুষজন।