দীপককুমার দাসঃ
শনিবার সিউড়ি সুভাষ পল্লীতে বাঘের মতো পায়ের ছাপ দেখতে পান এলাকা বাসী। আর সেই পায়ের ছাপ দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে সিউড়ির সুভাষ পল্লীর রেল ফুকোর কাছে বনদপ্তরের কর্মীরা। সুভাষপল্লী জনবহুল এলাকা হলেও যেখানে এই পায়ের ছাপ দেখা গিয়েছে সেই জায়গা ঝোপঝাড়ে ভর্তি নির্জন এলাকা। এক এলাকাবাসী সৌভিক রায় বলেন, আজ সকালে খবর পেয়ে এসে দেখি বাঘের পায়ের ছাপের মতো ছাপ রয়েছে। বাঘ কিংবা হিংস্র কোনো জন্তুর পায়ের ছাপ বলে মনে হচ্ছে। বনদফতরের কর্মীদের অনুমান এই পায়ের ছাপ মেছো বিড়াল বা বনবিড়ালের হতে পারে। এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়।