সনাতন সৌঃ
দীর্ঘ টালবাহানার পর অবশেষে সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত খটঙ্গা পঞ্চায়েত ভুক্ত কেন্দুলী গ্রামের দুর্গা মন্দিরের পিছনে গ্রাম্য চরম বেহাল রাস্তাটি নির্মাণের কাজ শুরু হলো। রাস্তাটির সংলগ্ন আর কিছুটা অংশে নির্মান না হওয়ার কারণে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিপূর্বে এই বেহাল রাস্তাটি নির্মাণের জন্য টেন্ডার করা হয়েছিল কিন্তু রহস্যজনক কারণে রাস্তাটি নির্মাণের কাজ আটকে ছিল। ধামাচাপা পড়ে যায়। এ খবর জানাজানি হওয়ার পরই গ্রামবাসীরা সোচ্চার হোন এবং কর্তৃপক্ষের গড়িমসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। অতি সত্বর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গ্রামবাসী পঞ্চায়েত অফিসে গিয়ে একটি ডেপুটেশন পেশ করেন। এই খবরটি সংবাদে প্রকাশিত হয়। তার পরিপ্রেক্ষিতে এলাকায় চরম প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং প্রশাসনের টনক নড়ে। অবশেষে কর্তৃপক্ষের নির্দেশেই ২০ জুলাই বিকালে তড়িঘড়ি এই বেহাল রাস্তাটি মেরামতের কাজ শুরু করে। কিন্তু এই রাস্তা সংলগ্ন পেতে গড়ের দক্ষিণ দিকে সাহাপাড়া ঢালাই সংলগ্ন সামান্য কয়েক মিটার চরম বেহাল রাস্তাটি মেরামতের কাজ এখন হবে না বলে জানতে পারায় গ্রামবাসীরা চরম ক্ষোভ প্রকাশ করেন। কি কারণে ওই সামান্য গুরুত্বপূর্ণ বেহাল রাস্তাটি এর সঙ্গে মেরামতের কাজ হবে না তার সদুত্তর পাওয়া যায়নি বলে এলাকাবাসী জানান। তাদের প্রশ্ন– কার অঙ্গুলি হেলনে এই চরম বেহাল রাস্তাটির নির্মাণের কাজ এর সঙ্গে হবে না কেন তার জবাব দিতে হবে। নইলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে জানা গিয়েছে।