সেখ রিয়াজুদ্দিনঃ
সাবধানে চালাও, জীবন বাঁচাও। ঘুরছে চাকা ব্যস্ত মন, এখন কেন কানে ফোন। ঢাকা থাকুক মাথা, সুরক্ষায় শেষ কথা- হ্যাঁ, এরূপ বিভিন্ন ধরনের সচেতনতা মূলক শ্লোগানগুলিকে সামনে রেখে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা প্রচার অভিযান কর্মসূচি পালন করা হয় শনিবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার ব্যবস্থাপনায়। চিনপাই উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষক সমূহ সকলেই সিভিক ও পুলিশের সাথে পায়ে পা মিলিয়ে স্থানীয় বাজার এলাকা সহ জাতীয় সড়কের ওপর হাটলেন। হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহী থেকে শুরু করে ট্রাক, বাস সহ বিভিন্ন ধরনের যানবাহন চালকদের সাথে গাড়ি দাড় করিয়ে সচেতনতার বার্তা দিলেন।উল্লেখ্য গতকাল দুবরাজপুর থানার গড় গড়িয়া মোড় সংলগ্ন এবং দিন কয়েক আগে আশ্রম মোড় এলাকায় পরপর পথ দূর্ঘটনায় দুটি তরতাজা প্রান নিমেষে শেষ হয়ে গেল। এরকম দূর্ঘটনা যেন না ঘটে সেজন্য চালকের পাশাপাশি পথচারীদের মধ্যেও সাবধানতা অবলম্বন করা দরকার। অনুরূপ অন্যান্য এলাকার ঘটনার কথাও স্মরণ করে দেওয়া হয়। এছাড়াও কিভাবে পথ পারাপার করা দরকার, কোন দিক দিয়ে পথ চলা, ট্রাফিক সিগন্যাল চিহ্নিত অনুযায়ী পথ পারাপার ইত্যাদি বিষয়গুলোকে পাঠদানের ন্যায় বোঝানো হয়। পদযাত্রার অগ্রভাগে ছিলেন সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিঞা সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিক পাশাপাশি ছিলেন চিনপাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগন।