শতকন্ঠে রবীন্দ্র-নজরুল, আলাপের অনুষ্ঠান সিউড়িতে

দীপক কুমার দাসঃ

শনিবার সন্ধ্যায় আলাপ আবৃত্তি ও সঙ্গীত অনুশীলন কেন্দ্রের উদ্যোগে সিউড়ির ডিআরডিসি হলে আয়োজন করা হয় রবীন্দ্র-নজরুল সন্ধ্যার। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ পার্থসারথি মুখোপাধ্যায়, সঙ্গীত শিল্পী স্বর্ণময় চক্রবর্তী, গীটারিষ্ট সিদ্ধার্থ সেনগুপ্ত প্রমুখ। এরপর আলাপ আবৃত্তি ও সঙ্গীত অনুশীলন কেন্দ্রের একশো জন বিভিন্ন বয়সের সঙ্গীত শিল্পী একসঙ্গে রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতি পরিবেশন করেন। শতকন্ঠে একসঙ্গে এক মঞ্চে রবীন্দ্রনাথ ও নজরুলের গান আলাদা মাত্রা এনে দেয় এই অনুষ্ঠানে। সুর ও সৃজনের এই অনুষ্ঠানে আলাপ সংস্থার সঙ্গীত ও বাচিক শিল্পীরা এই সংস্থার কর্ণধার ইন্দ্রনীল চক্রবর্তীর পরিচালনায় সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। প্রায় চারঘন্টার এই অনুষ্ঠানে আলাপ সংস্থার শিল্পীরা একক বা সমবেত সঙ্গীত ও আবৃত্তি পরিবেশনের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বরেন্য কবি নজরুল ইসলামকে শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *