মহঃ সফিউল আলমঃ
ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন ডে উপলক্ষে এক বিশেষ ধরণের পুনঃ ব্যবহারযোগ্য ন্যাপকিন বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয় ২৮ মে রাজনগর ব্লকের গুলালগাছি গ্রামে৷ ছাতিনা প্রাথমিক বিদ্যালয়ে এটি আয়োজিত হয়৷ ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অব আর্টিস্টস এন্ড এক্টিভিস্টস বা নিফার উদ্যোগে এই রুপ আয়োজন৷ আয়োজক গুলালগাছি উত্তরণ সংঘ৷ আর্থিক সহায়তা বালা এর একটি প্রজেক্ট ও এপোলো৷ ব্যবস্থাপক নিফার পঃবঃ শাখা৷ এদিন ৫০ জন কিশোরীকে পুনঃ ব্যবহারযোগ্য বিশেষ ধরণের স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়৷ সেইসাথে ঋতুচক্র সংক্রান্ত বিশেষ সচেতনতার পাঠও দেওয়া হয়৷ উপস্থিত ছিলেন প্রধান অতিথি রুপে বীরভূম জেলা পরিষদের সদস্যা রিয়াশ্রী দাস, রাজনগর ব্লক ভিলেজ রিসোর্স পার্সন সুমনা মন্ডল, স্থানীয় আশাকর্মী অলোকা মন্ডল, সমাজকর্মী হিমাংশু মন্ডল সহ বিশিষ্টরা৷ এমন উদ্যোগ তথা প্রয়াস প্রশংসা কুড়িয়েছে এলাকাবাসীর৷ স্থানীয় মহিলা, তরুণী, যুবতীরাও এতে ভীষণ খুশি৷