সাঁইসেবক সংগঠনের পক্ষ থেকে বীরভূমের পণ্ডিতপুরে সাড়ম্বরে “গুরু পূর্ণিমা” উৎসব উদযাপন

শম্ভুনাথ সেনঃ

আজ গুরু পূর্ণিমা। গুরু-শিষ্যের সম্পর্ককে আরো সুদৃঢ় করার দিন। আষাঢ় মাসের রথযাত্রার পরের পূর্ণিমা তিথি গুরুপূর্ণিমা রূপে চিহ্নিত। এই গুরুপূর্ণিমা তিথি পালন একটি বৈদিক প্রথা। বৈদিক যুগ থেকেই এই গুরুপূর্ণিমা উৎসব পালিত হয়ে আসছে। বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুরে সাঁইসেবক সংগঠনের পক্ষ থেকে আজ ৫ ই শ্রাবণ (২১ শে জুলাই) এই দিনটি নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে উদযাপিত হয়। পণ্ডিতপুর সাঁইমন্দিরে সকাল থেকেই শুরু হয়েছে পূজা-প্রার্থনা, অখণ্ড হরিনাম সংকীর্তন, পালকি যাত্রায় সাঁইবাবাকে নিয়ে চলে গ্রাম পরিক্রমা। ঢাকের বাদ্যি আর সাঁই বাবার জয়ধ্বনিতে আবাল বৃদ্ধ বনিতারা শোভাযাত্রায় অংশ নেন। এদিন ভোগ-আরতি,ধর্মীয় আলোচনা ও পাঠচক্র অনুষ্ঠিত হয়। পরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। সাঁই সেবক, ভক্ত, শিষ্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই গুরু পূর্ণিমা উৎসব এবার দশম বর্ষে পড়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠানের উদ্যোক্তাদের অন্যতম সাঁইসেবক সন্তান শ্রীকুমার রাজু। এদিন পণ্ডিতপুর গ্রামের এই সাঁইমন্দিরে বহু ভক্তের সমাগম ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *