বীরভূম জেলা কংগ্রেসের উদ্যোগে শহীদ স্মরণ ময়ূরেশ্বরে

শম্ভুনাথ সেনঃ

বীরভূম জেলা কংগ্রেস এবং ময়ূরেশ্বর বিধানসভা যুব কংগ্রেসের পক্ষ থেকে ২১ জুলাই বিকেলে বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভা এলাকার গদাধরপুর বাজারে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদিত হয়। কংগ্রেসের এই শ্রদ্ধাঞ্জলী সভায় শহীদদের ইতিহাস তুলে ধরেন জেলা কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা। তিনি জানান ১৯৯৩ সালের ২১ জুলাই পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্বে সচিত্র পরিচয়পত্রের দাবীতে রাইটার্স অভিযানের সময় তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ আন্দোলনরত যুব কংগ্রেস কর্মীদের উপর নির্বিচারে অন্যায়ভাবে গুলি চালায়। যার ফলে ১৩ টি তাজা প্রাণ (বন্ধন দাস থেকে ইনু) কোলকাতার রাজপথে লুটিয়ে পড়ে। সেদিন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে বামফ্রন্ট সরকারকে হটিয়ে তিনি ক্ষমতায় এসে তৎকালীন মুখ্যসচিব মনীশ গুপ্তকে রাজ্যের মন্ত্রী করে পুরস্কৃত করেন। তার এই সিদ্ধান্তের তীব্র ধিক্কার জানান তিনি। সেদিনের শহিদের পরিবারগুলি আজও বিচার পায়নি বলে তিনি জনসমক্ষে তার বক্তব্য তুলে ধরেন। তিনি আরো জানান, প্রতি বছর শহিদ দিবসের নামে ২১ জুলাই কোলকাতায় তৃণমুল সরকার উৎসব করে। কংগ্রেসের শহিদের সম্মান না জানিয়ে শ্রদ্ধাঞ্জলীর নামে প্রতি বছর উৎসব বন্ধ করার দাবি তোলেন তিনি। কংগ্রেসের এই শহীদ শ্রদ্ধাঞ্জলী সভায় উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর ১ নং ব্লক কংগ্রেস সভাপতি পার্বতী কুমার চৌধুরী, জেলা কংগ্রেস কমিটির সদস্য শান্তিরাম মাল সহ জাতীয় কংগ্রেসের দলীয় নেতৃত্ব এবং এলাকা সাধারণ মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *