বীরভূমের কড়িধ্যা যদুরায় হাইস্কুলে নিজেদের জন্মদিনের আনন্দ ভাগ করে নিল সহপাঠীদের সঙ্গে

শম্ভুনাথ সেনঃ

জন্মদিন পালনের একটি আলাদা আনন্দ থাকে। আমরা সবাই জানি আনন্দ ভাগ করে নিলে বেড়ে যায়, অন্যদিকে দুঃখকে ভাগ করে নিলে কমে যায়। জন্মদিনের আনন্দ এক অন্য ভাবনায় সহপাঠীদের সঙ্গে ভাগ করে নিল বীরভূমের কড়িধ্যা যদু রায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইন্সটিটিউশনের অষ্টম শ্রেণীর চারজন ছাত্রী। বিদ্যালয়ের মিড ডে মিলের সাথে তাদের জমানো টাকাতেই এদিন ২৬০ জন ছাত্র ছাত্রীর পাতে দেওয়া হয় “মিষ্টি”। মিড ডে মিলের সঙ্গে অনুষ্ঠিত হয় ‘তিথিভোজন’ অনুষ্ঠান। উল্লেখ্য, এই বিদ্যালয়ে বছর তিনেক ধরে এমন তিথিভোজনের অনুষ্ঠান চলছে। মূলত শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষা কর্মীদের কোনো শুভ অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সামিল করার উদ্দেশ্যে বিদ্যালয়ের মিড ডে মিলের সাথে তিথিভোজনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মিড ডে মিলের সাথে আলাদা করে তাদের ব্যক্তিগত খরচে মিষ্টি,মাংস কিংবা পায়েসের ব্যবস্থা করা হয়। বিদ্যালয়ে এ এক ব্যতিক্রমী এবং সাধু উদ্যোগ। আজ ২২ জুলাই উৎসাহিত হয়ে অষ্টম শ্রেণীর চারজন ছাত্রী ঈশিকা ধীবর, পাপিয়া দাস,মধুমিতা অংকুর,মনি অংকুর তাদের জন্মদিনে সহপাঠীদের সাথে মিড ডে মিলের সঙ্গে ‘তিথি ভোজন’ অনুষ্ঠানে “মিষ্টি’র” আয়োজন করে। তাদের অল্প অল্প করে জমানো টাকায় বন্ধুদের সাথে এমনি করে জন্মদিনের আনন্দ ভাগ করে নেওয়ার আনন্দই আলাদা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক যামিনী কান্ত সাহা জানান,” চারজন ছাত্রী টিফিনের জমানো টাকা থেকে তাদের জন্মদিনে সহপাঠীদের খাওয়াবে বলে আবদার করছিল। তাদের আবদার আজ পূর্ণ হয়েছে। সেই সঙ্গে বিদ্যালয়ের পক্ষ থেকে বেলুন দিয়েই সাজানো হয় তাদের “জন্মদিনের অনুষ্ঠান”। এদিন বিদ্যালয়ে মিড ডে মিল পরিদর্শনে আসা এক আধিকারিক অনির্বাণ মণ্ডল বিদ্যালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *