বীরভূমের জয়দেব কেন্দুলির মহাশ্মশান ঘাটের পুনঃনির্মাণের কাজ শুরু হল

শম্ভুনাথ সেনঃ

দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। শুরু হয়েছে বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী মহাশ্মশান ঘাটের পুনঃনির্মাণের কাজ। সেই কারনে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েত একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে ১৭ জুলাই ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত এই মহাশ্মশানে শবদাহ করার কাজ আপাতত বন্ধ থাকবে। সেজন্য অজয় নদের চরে অস্থায়ীভাবে জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে শবদাহের জন্য ব্যবস্থাপনা করা হয়েছে। এলাকার শবযাত্রীরা যাতে করে কোনো অসুবিধায় না পড়ে সেজন্য পানীয় জলের ব্যবস্থা করেছে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েত। উল্লেখ্য, অজয় তীরবর্তী এই মহাশ্মশান ঘাটের পুনঃনির্মাণের জন্য ব্যয় বরাদ্দ হয়েছে প্রায় ২৬ লক্ষ টাকা। সেই টাকা বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত কুমার মালের সাংসদ উন্নয়ন তহবিল থেকে এই টাকা খরচ হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান বুম্বা রুইদাস একথা জানিয়েছেন। তিনি আরো জানান এই পুরোনো মহাশ্মশানে যারা শবদাহ করতে আসেন বৃষ্টি হলে তাদেরকে অনেক দুর্ভোগের মুখে পড়তে হতো। পুনর্নির্মাণের ফলে পানীয় জল সহ উন্নত মানের ব্যবস্থা করা হবে। এই খবরে এলাকাবাসী খুশি ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *