বীরভূমের মুরারইতে অনুষ্ঠিত হলো “প্রতিবন্ধী চিহ্নিতকরণ শিবির”

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের সদ্ভাবনা সভাকক্ষে আজ ২৫ জুলাই ভারত সরকারের “সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের সহায়তায়” কাহিনগর দিশারী ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ‘প্রতিবন্ধী চিহ্নিত করন শিবির’ অনুষ্ঠিত হয়। এলাকার অন্তত ৫০০ জন প্রতিবন্ধী মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে মাস দুয়েকের মধ্যেই সরকারি নিয়ম অনুযায়ী ৭০ জনকে ব্যাটারি চালিত গাড়ি, ১০০ জনকে ট্রাই সাইকেল, ২০০ জনকে হুইলচেয়ার সহ অন্ধ ব্যক্তিদের জন্য স্টিক এবং ক্রাচ দেওয়া হবে। এ তথ্য জানিয়েছেন সংস্থার সেক্রেটারি মোঃ আব্দুল হাফিজ।

প্রতিবন্ধী চিহ্নিত করণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরারই এক নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী সহ কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসিবিলিটিজ সংস্থার অভিমন্যু কুমার সিংহ, অরূপ কুমার ঘোষ, অর্ঘ্য নন্দী, মুরারই এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা ও কৃষি কর্মাধ্যক্ষ দোস্ত মহম্মদ, চাঁদ সুলতানা প্রমুখ।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *