২৫ তম “কার্গীল বিজয় দিবস” উদযাপিত হল বীরভূমের “জওহর নবোদয়” কেন্দ্রীয় বিদ্যালয়ে

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের লাভপুর ব্লকের গোপালপুরে অবস্থিত একমাত্র “জওহর নবোদয়”কেন্দ্রীয় বিদ্যালয়ে NCC 15 BENGAL ব্যাটেলিয়নের তত্ত্বাবধানে আজ ২৬ জুলাই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হল “কার্গীল বিজয় দিবস”। উল্লেখ্য, ১৯৯৯ সালে কাশ্মীরের কার্গীল জেলায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত হয় সশস্ত্র সংঘর্ষ। পাকিস্তানি ফৌজ নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়লে এই যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। সরকারি হিসেব অনুযায়ী এই লড়াইয়ে ৫৩৭ জন ভারতীয় জওয়ান শহীদ হন। আহত হন অন্তত দেড় হাজার জওয়ান। দেশে তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ি। প্রতিবছর এই দিনটি স্মরণে দেশজুড়ে শহীদের প্রতি স্মৃতি তর্পণ অনুষ্ঠিত হয়।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানের শুরুতে ভারতের শহীদ ও বীর সেনানীদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে দেশভক্তি গানের মধ্য অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ আশুতোষ কুমার ছাত্র-ছাত্রীদের সামনে ২৫ তম কার্গীল বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও ভারতের বীর সেনানীদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। উপাধ্যক্ষ রাকেশ কুমার এদিন কার্গীল যুদ্ধের ইতিহাস ও দেশ সেবার গুরুত্ব নিয়ে ছাত্র-ছাত্রীদের কাছে বক্তব্য রাখেন।

তারপর এন.সি.সি ক্যাডেট ও স্কাউট গাইড ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হয় প্রভাত ফেরী। দিনটিকে স্মরণীয় করতে বিদ্যালয়ের এন.সি.সি আধিকারিক ঋত্বিক বন্দ্যোপাধ্যায় ও স্কাউট মাস্টার প্রেমেণ কুমার সরের তত্ত্বাবধানে এনসিসি পড়ুয়াদের নিয়ে বিদ্যালয় অঙ্গনে শুরু হয় স্বচ্ছ ভারত অভিযান কার্যক্রম। পরে অনুষ্ঠিত হয় বসে আঁকো ও প্রবন্ধ প্রতিযোগিতা। গভীর শ্রদ্ধার সঙ্গে দিনটি উদযাপনে ছাত্র-ছাত্রীদের মধ্যে ছিল আলাদা উৎসাহ ও উদ্দীপনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *