বীরভূমের ইলামবাজার ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো সংবর্ধনা

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের ইলামবাজার ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে এলাকার ২০২৪ এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আজ ২৭ জুলাই দুপুরে ইলামবাজার বলাকা অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হয় এই মনোজ্ঞ অনুষ্ঠান। উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কৃতি ছাত্র-ছাত্রীরা এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন বোলপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনহা, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, ইলামবাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার, সহ-সভাপতি দুলাল চন্দ্র রায়, বীরভূম জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ রবি মুর্মু প্রমুখ। প্রথমেই অনুষ্ঠানের পক্ষ থেকে অতিথিদের চন্দনের ফোঁটা, পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শুরু হয় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান।


মাধ্যমিক মেধাতালিকায় রাজ্যে তৃতীয় এবং মেয়েদের মধ্যে প্রথম পুষ্পিতা বাঁশুরির হাতে প্রথমে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পুষ্পিতা ইলামবাজার নিউ ইন্টিগ্রেটেড গভঃ হাইস্কুলের এবারের প্রথম মাধ্যমিক ছাত্রী। উল্লেখ্য, এই বিদ্যালয়ে এবারই প্রথম মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। এদিন এই অনুষ্ঠানে ইলামবাজার ব্লক এলাকার মোট ৩৬ জন কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা তুলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে মাধ্যমিকের ১১ জন এবং উচ্চমাধ্যমিকের ১৫ জন ছাত্র-ছাত্রী ছাড়াও ইলামবাজার ব্লকের বিভিন্ন মাদ্রাসা স্কুল থেকে ৯ জন ছাত্র-ছাত্রীকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া এদিন পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের এক ছাত্রীকে ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *