শম্ভুনাথ সেনঃ
প্রতি বছর ২৮ জুলাই বিশ্বব্যাপী “বিশ্ব হেপাটাইটিস দিবস” পালিত হয় ৷ দিবসটির উদ্দেশ্য হচ্ছে সারাবিশ্বে হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা তৈরি করা। রোগনির্ণয়, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা দিবস উদযাপনের মূল উদ্দেশ্য৷ উল্লেখ্য, প্রতিবছর গোটা বিশ্বে হেপাটাইটিসে আক্রান্ত হয়ে প্রায় ১.৪ মিলিয়ন লোক মারা যায়৷ এই হেপাটাইটিস প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “লিভার ফাউন্ডেশন” পশ্চিমবঙ্গ এর পক্ষ থেকে আজ আগাম ২৬ জুলাই বীরভূমের সদর সিউড়িতে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়।
সিউড়ি সদর হাসপাতাল থেকে শুরু হয়ে বীরভূম সি এম ও এইচ অফিস পর্যন্ত এ সচেতনতামূলক পদযাত্রা পরিক্রমা করে। বীরভূম জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক কৌশিক সিনহা এই পদযাত্রার শুভ সূচনা করেন। পদযাত্রায় চিকিৎসক, শিক্ষক, গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক, লিভার ফাউন্ডেশনের বীরভূমের কর্মীবৃন্দ, সিউড়ি বিদ্যাসাগর কলেজের NCC ও NSS এর ছাত্ররা হাতে প্লেকার্ড নিয়ে এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। পদযাত্রার শেষে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রি কুমার আড়ি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সঙ্গে এই রোগটি সম্পর্কে প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক কৌশিক সিনহা, ডাঃ শৈবাল মজুমদার, ডাঃ কাজল চট্টোপাধ্যায় ও শিক্ষক সচ্চিদানন্দ মুখোপাধ্যায় প্রমুখ।