উত্তম মণ্ডলঃ
যদিও অনিয়মত বর্ষা, তবুও বর্ষার শুরুতেই গ্রামগঞ্জে শুরু হয়ে যায় ডায়েরিয়া। তাই এই রোগ রুখতে ডায়েরিয়া প্রতিরোধ অভিযান শুরু হলো রাজনগরে। পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের উদ্যোগে এবং “জল জীবন, জল মিশন” প্রকল্প, রাজনগর শাখার ব্যবস্থাপনায় রাজনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত হয় এই অনুষ্ঠান। বিদ্যালয়ে ডায়রিয়া রুখতে বিভিন্ন সচেতনতার বার্তা দেওয়া হয়। হাজির ছিলেন রাজনগর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডা: তীর্থঙ্কর সিংহ, ওই স্বাস্থ্যকেন্দ্রের অন্বেষা ক্লিনিকের তরফে শৈলেন মণ্ডল, “জল জীবন, জল মিশন”, রাজনগর শাখার তরফে উপেন্দ্রনাথ পাণ্ডে, চিন্ময় কর্মকার, উৎসব মন্ডল থেকে বিভিন্ন বিশিষ্টজনেরা। ডায়েরিয়া হলে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে রোগিকে নিয়ে যেতে হবে, তাকে ও. আর. এস বা নুন-চিনি জল বারে বারে খাওয়াতে হবে বলে জানান বিভিন্ন বক্তা। এভাবেই বিদ্যালয়ের পড়ু্য়াদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় ডায়রিয়া প্রতিরোধের বিষয়ে সচেতনতার বার্তা।