শম্ভুনাথ সেনঃ
রক্তদান মানে পরোক্ষে জীবন দান। ইদানিং সচেতনতা বাড়ার ফলে রক্তদানের মত সামাজিক দায়বদ্ধতা পালনে বহু মানুষ এগিয়ে আসছেন। বীরভূম জেলার বিভিন্ন হাসপাতালে ক্রমবর্ধমান রক্তের সংকট মেটাতে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের পক্ষ থেকে আজ ২৭ জুলাই বীরভূমের সদর সিউড়িতে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই ইউনিয়নের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে চলছে বিভিন্ন সমাজ সেবামূলক অনুষ্ঠান।
বীরভূমের সদর সিউড়ীর মৌমাছি কালীমন্দির প্রাঙ্গণে মেডিক্যাল ও সেলস রিপ্রেজেন্টেটিভস এর সিউড়ী আঞ্চলিক শাখার ব্যবস্থাপনায় আজ এই রক্তদান শিবিরে ৪৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রি কুমার আড়ি,ডাঃ নারায়ণ করণ,ডাঃ সুব্রত সরকার, সংস্থার সভাপতি দেবাশিস দাস, সম্পাদক গৌরকিশোর গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট সমাজ সচেতন মানুষজন। এদিন রক্তদাতাদের হাতে শংসাপত্র ছাড়া একটি করে স্মারক তুলে দেওয়া হয়।
ছবি ও তথ্য : মোহম্মদ আমিন নাশীদ, সিউড়ি, বীরভূম