জাপানের টোকিওতে বাংলার হস্তশিল্পকে তুলে ধরলেন তৃপ্তি মুখার্জি

দীপককুমার দাসঃ

টোকিওতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ট্রেড ফেয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করে ২৭ জুলাই রাতে বীরভূমের সিউড়িতে ফিরেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত এবং শিল্পগুরু সম্মানপ্রাপক শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায় l গত ২৩ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত টোকিওর মিনজুকু শহরে এই ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে ১০ জন কাঁথা স্টিচ এবং এমব্রয়ডারি শিল্পীদের মনোনীত করা হয়। নির্বাচিত এই দশজন শিল্পী সকলেই আগে ভারত সরকার কর্তৃক বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেনl ভারতের এই শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধারার জন্য ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল ফর হ্যান্ডিক্রাফটস জাপানের টোকিওতে যাবার জন্য এই দশজনকে মনোনীত করেন। তার মধ্যে ছিলেন সিউড়ির তৃপ্তি মুখার্জি। নিজের হাতে বোনা কাঁথা স্টিচের বিভিন্ন সামগ্রী ইন্ডিয়ান ট্রেড ফেয়ারে তুলে ধরেন ও প্রশংসিত হন তৃপ্তি মুখোপাধ্যায় l সিউড়ি ফিরে এসে শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায় বলেন, বিদেশ সফরে নিজের শিল্পকর্ম প্রশংসিত হওয়াই তিনি খুবই খুশি l জাপানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে শিল্পী তৃপ্তিদেবীকে বিশেষ সম্মাননা জানানো হয় l উল্লেখ্য এর আগে বার্মিংহামে ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তৃপ্তিদেবী l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *