
শম্ভুনাথ সেনঃ
একদিকে অরণ্যসম্পদ বৃদ্ধি, অন্যদিকে উষ্ণায়নের হাত থেকে পরিবেশ রক্ষা ও বনের পশু-পাখিদের খাদ্যের নিশ্চয়তা, এমন নয়া ভাবনা নিয়ে এক অভিনব পদ্ধতিতে সবুজায়নের লক্ষ্যে এগিয়ে এসেছে বীরভূমের ময়ূরেশ্বর দু’নম্বর ব্লকের “নপাড়া মহিলা কল্যাণ সমিতি”। ২০১৯ সাল থেকে সংস্থার সদস্যরা এলাকায় জাম, বেল, কাঁঠাল, বড়াল, খেজুর, তেঁতুল এমন নানা বীজ সংগ্রহ করে, সেগুলো মাটি, সার, গোবর মেখে তার ভিতরে একটি করে বীজ পুরে তৈরি করেছে “সীড বল”। কখনো বা এই সীড বল তৈরিতে হাত লাগায় স্কুলের পড়ুয়ারাও। আর এই বর্ষার সময়ে তা ছড়িয়ে দিচ্ছেন ক্যানালের দুপাশে, জঙ্গলের ভেতর ফাঁকা জায়গায় কিংবা ময়ূরক্ষী নদী তীরবর্তী পতিত জমিতে। ২৮ জুলাই প্রথম ধাপে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের ঝিকড্ডা ক্যানেলের দুপাশে ফাঁকা জায়গায় এই সীডবল প্রতিস্থাপন করা হয়। এছাড়া আগামী দিনে ঘন জঙ্গলের ভিতর গুলতি দিয়ে সীড বল ছড়ানোর পরিকল্পনা নিয়েছে সদস্যরা।

এবছর মোট ৮০ হাজার সীড বল প্লান্টেশন করার লক্ষ্যমাত্রা নিয়েছে বলে জানিয়েছেন সংস্থার পরিচালক চন্দন ব্যানার্জি। এই বলগুলি বৃষ্টির জলে গ’লে জন্মাবে গাছ। লোকেশন ট্র্যাক করে জিপিএস এর মাধ্যমে মাস দেড়েক পর সেগুলিকে আবার ফলোআপ করা হবে বলে জানিয়েছেন ডেটা ম্যানেজমেন্ট অপারেটর রত্নদ্বীপ গড়াই কৌশিক বাগদিরা। অঙ্কুরিত গাছগুলি আপনা আপনি বেড়ে উঠবে জঙ্গলের ভিতর। অভিনব পদ্ধতিতে এমন বনসৃজনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। এই বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নিয়েছেন পড়ুয়া থেকে সাধারণ মানুষজনও।