শম্ভুনাথ সেনঃ
বীরভূমের পুণ্যভূমি তারাপীঠে জল ঢালতে এসে পথ দুর্ঘটনায় দুই পুণ্যার্থীর মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য। পাথর বোঝাই লরিতে পৃষ্ট হয়ে এই দুই মোটর সাইকেল আরোহী শিবভক্তের মৃত্যু হয়। পথ দুর্ঘটনাটি ঘটেছে আজ ৩১ জুলাই, দুপুরে বীরভূমের রামপুরহাট মুনসবা মোড়ের কাছে রানীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে। মৃতদের নাম বিশাল কুমার ও নীতিশ কুমার। তাদের বাড়ি বিহারের কাটিহার জেলার কুরসেলাগড় গ্রামে। জানা গিয়েছে গতকাল বিহার থেকে তিনটি মোটর সাইকেলে বীরভূমের তারাপীঠ মন্দিরে জল ঢালতে এসেছিলেন পাঁচ যুবক। বাড়ি ফেরার পথে আজ দুপুরে তারা রামপুরহাট মুনসুবা মোড়ের কাছে একটি পেট্রোল পাম্পে বাইকে তেল ভরে বাইক চালিয়ে ১৪ নম্বর জাতীয় সড়কে উঠছিলেন। সেই সময় ঐ পাথর বোঝাই লরিটি তাদের দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ ও দমকল বাহিনী। ঘাতক লরিটির খোঁজে তল্লাশি শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।