
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের পাইকর বাসস্ট্যান্ড থেকে গতকাল রাত্রি আটটা নাগাদ ১০০ লিটার চোলাই মদ সহ একটি টোটো আটক করে মুরারই আবগারী দপ্তর। উল্লেখ্য, মুরারই আবগারী দপ্তরের লাগাতার অভিযানের ফলে পাইকর থানার অন্তর্গত মিত্রপুর এখন চোলাই মুক্ত হয়েছে। তবে মুরারই থানার অন্তর্গত ঢুরিয়া থেকে মিত্রপুর গ্রামে চোলাই মদ সরবরাহ করার উদ্দেশে এদিন পলিথিন প্যাকে টোটো ভর্তি চোলাই মদ নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় মুরারই আবগারী দপ্তর গোপন সূত্রে খবর পেয়ে চোলাই মদ সহ টোটো টিকে ধরে ফেলে। তবে টোটো চালক কোনো রকমে পালিয়ে যায়। মদ সহ টোটোটিকে উদ্ধার করে থানার হেফাজতে নিয়ে আসা হয়।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম