
বিপিন পালঃ
“নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম”
গত রবিবার জেলার খয়রাশোল থানার জামরান্দ গ্রামে শুরু হয়েছিল অখন্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন, লীলাকীর্তন গান, ভক্তসেবা সহ নানান অনুষ্ঠান। শাস্ত্রীয় আাচার নিয়ম মেনে গত শনিবার সন্ধ্যায় গন্ধাদিবাসের মাধ্যে অনুষ্ঠানের শুভ সূচনা হয় রবিবার ভোর থেকে অখন্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন শুরু হয়। রবিবার থেকে মঙ্গলবার প্রত্যহ রাত্রে বিখ্যাত লীলাকীর্তন গায়িকা লীলাকীর্তন গান পরিবেশন করেন।আজ বুধবার কুঞ্জবিলাস গান পরিবেশিত হয় পরে প্রায় ২০০০ ভক্তদের মধ্যে সুস্বাদু প্রসাদ সেবা করানো হয়।বিকালে ধূলোট এবং মোহন্ত বিদায়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিগত দু বছর করোনা বিধির কথা মাথায় রেখে সমস্ত রকম অনুষ্ঠান বন্ধ ছিল। এ বছর হরিবাসর হওয়ায় গ্রামের আবাল বৃদ্ধ বনিতা স্বভাবতই খুশি। উল্লেখ থাকে গ্রামের এবং ভক্তদের অকৃপন সহযোগিতায় হরিবাসরের আয়োজন করা হয়েছিল। আজকের দিনে উপস্থিত ভক্তদের সুমিষ্ট পানীয় শরবত সেবার ব্যবস্থা করা হয়।




