বীরভূমের ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

৩ জুন, শুক্রবার সকাল ৯টায় মাধ্যমিকের ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ১০টা থেকে ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ফলাফল। এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল  ১০ লক্ষ ৯৮হাজার ৭৭৫জন। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ছিল ১১ শতাংশ বেশি। পাস করেছে ৯লক্ষ ৪৯হাজার ৯২৭জন। পাসের হার ৮৬.৬০ শতাংশ। ছাত্রদের পাসের হার ৮৮.৫৯ শতাংশ এবং ছাত্রীদের ৮৫ শতাংশ। এ বছর মাধ্যমিকে প্রথম হয়েছেন দুজন, বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই ও বর্ধমানের সিএমএস স্কুলের রৌণক মণ্ডল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৩। জেলা বীরভূমের ফলাফলও প্রশংসনীয়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী–

মাধ্যমিকে পঞ্চম হয়েছেন জেনিফার রানা ৬৮৯ নম্বর পেয়ে। জেনিফার নলহাটির লোহাপুর চারুবালা হাইস্কুলের ছাত্রী।

মাধ্যমিকে অষ্টম স্হান অধিকার করেছেন বীরভূমের মৃত্যুঞ্জয় মণ্ডল (সিউড়ি চন্দ্রগতি হাইস্কুল), মধুরিমা দে (খয়রাশোল নাকড়াকোন্দা হাইস্কুল), সৌমাল্য নিয়োগী (বি.কে.টি.পি.পি., সিউড়ী) এবং উর্মি মণ্ডল (বৌটিয়া রাধামোহন হাইস্কুল)। প্রাপ্ত নম্বর ৬৮৬।

মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছেন অনিক বাগদি (বি.কে.টি.পি.পি., সিউড়ী)। অনিকের নম্বর ৬৮৫।

মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছেন সানন্দ রায় (নভ নালন্দা শান্তিনিকেতন হাইস্কুল, বোলপুর) এবং সঞ্চায়ন ব্যানার্জ্জী (বি.কে.টি.পি.পি., সিউড়ী)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *