শম্ভুনাথ সেনঃ
পাড়ার এক বাসিন্দার মৃতদেহ সৎকার করতে গিয়ে বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলায় কোপাই নদীতে তলিয়ে মৃত্যু হল বিশ্বভারতীর এক ছাত্রের। মৃত ছাত্রের নাম মহাদেব হাজরা (২৪)। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনের তবলা বিভাগে স্নাতকোত্তর স্তরের পড়ুয়া ছিলেন। বাড়ি বীরভূমের বোলপুরের ৫ নং ওয়ার্ডের কালীমোহন পল্লী। উল্লেখ্য, মহাদেব হাজরা “আজতক বাংলা” চ্যানেলের বীরভূম জেলা সাংবাদিক শান্তনু হাজরার জ্যেঠতুতো ভাই। মৃতদেহ সৎকার করতে গিয়ে সতীপীঠ কঙ্কালীতলা থেকে সে নিখোঁজ ছিল।৩১ শে জুলাই,বুধবার সন্ধ্যা নাগাদ তাঁর দেহ উদ্ধার হয়। উল্লেখ্য, পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জুলাই, মঙ্গলবার পাড়ার এক ব্যক্তির মৃত্যুতে এলাকার বন্ধুদের সঙ্গে শবদাহ করতে যান সতীপীঠ কঙ্কালীতলায়। দাহ সম্পন্ন হওয়ার পর প্রথা অনুযায়ী শ্মশান বন্ধুরা সকলে অস্থি বিসর্জনের জন্য সতীপীঠ সংলগ্ন কোপাই নদীর ঘাটে যান। এরপর প্রত্যেকের সঙ্গে স্নানে নামেন মহাদেব।রাতের অন্ধকারে সবাই স্নান করে যে যার বাড়ি ফিরলেও মহাদেবকে আর দেখা যায়নি। এরপরই তাঁর খোঁজ শুরু হয়। ঘাটে তাঁর জামাকাপড় থাকলেও মহাদেবকে দেখতে না পেয়ে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানায়। উদ্ধারকারী দল আসার আগে স্থানীয় মানুষের তৎপরতায় কঙ্কালীতলার শ্মশানের কাছে একটি ঝোঁপ থেকে মহাদেব হাজরার দেহ উদ্ধার হয় ৩১ জুলাই,বুধবার সন্ধ্যায়। এই ঘটনায় এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া।