শম্ভুনাথ সেনঃ
রাজ্য সরকারের নির্দেশক্রমে পুলিশ ও প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিন ধরেই বীরভূমে ফুটপাত দখল মুক্ত করার অভিযান চলছে। ১ অগাষ্ট বীরভূমের ইলামবাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্থানীয় পুলিশ ও প্রশাসন এবং ও PWD সহায়তায় ইলামবাজার ব্লকের খড়ুই বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়। দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করা মানুষজনদের আগে বারবার মাইকিং করে বার্তা দেওয়া হয়। তাছাড়া ইলামবাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হকারদের ফুটপাত দখলমুক্ত করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। সরকারি এই নোটিশের পর বেশিরভাগ দোকানদাররা নিজেই তাদের দোকান গুটিয়ে নেন।
তারপরেও যে সকল ব্যবসায়ী ফুটপাত দখল করে বসেছিল আজ সেগুলিকে জেসিবি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে ফুটপাত দখল নেওয়া হয়। ইতিপূর্বে এইসব ব্যবসায়ীদের সতর্ক করার জন্য বারবার নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে স্থানীয় ফুটপাত ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনাও করা হয় অনেকবার। তা সত্ত্বেও যারা ফুটপাত বেদখল করে রাখে ১ অগাষ্ট তা মুক্ত করা হলো। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে রাজ্য জুড়ে চলছে অবৈধ দখলদারি ফুটপাত উচ্ছেদ অভিযান। তবে সাধারণ ফুটপাত ব্যবসায়ীরা তাদের জীবন-জীবিকার তাগিদে পুনর্বাসনের জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন।