আত্মরক্ষার জন্য বিদ‍্যালয়ে মেয়েদের ক‍্যারাটে প্রশিক্ষণ রাজনগরে

উত্তম মণ্ডলঃ

আত্মরক্ষার জন্য ক‍্যারাটে প্রশিক্ষণ শুরু হয়েছে রাজনগরের বিভিন্ন বিদ্যালয়ে। রাস্তাঘাটে কোনো মেয়ে আক্রান্ত হলে কীভাবে তা ঠেকাতে হয়, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে আত্মরক্ষা করতে হয়, তার কলাকৌশল শেখানো হয়। সরকারি উদ্যোগে তিনদিন ধরে এই প্রশিক্ষণ চলবে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে মেয়েদের মধ‍্যেও দেখা যায় প্রবল উৎসাহ। আজ বাঁন্দি ও ছাতিনা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে মেয়েদের এই প্রশিক্ষণ নিতে দেখা যায়। এ বিষয়ে বাঁন্দি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের চার ছাত্রী অনন‍্যা মাল, জয়ন্তী মাল, মীনাক্ষী মাল, লক্ষ্মী বাগ্দী জানায়, এটির খুব দরকার ছিল। এবার বাইরে আমরা আক্রান্ত হলে তা রুখে দিতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *