
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত ৩ আগষ্ট, শনিবার এক রোগীর মৃত্যু হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে চড়াও হয় মৃতের পরিবার। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল চত্বরে। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের আর এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠল রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জানা গেছে বীরভূমের নলহাটি থানার কয়থা গ্রামের শুকচাঁদ সেখ কে শারীরিক অসুস্থতার জন্য ৪ আগষ্ট রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ রোগীকে একবার দেখার পর আর কোনো চিকিৎসক চিকিৎসা করেননি। এদিন সন্ধ্যায় শুকচাঁদের মৃত্যু হয়। এবারও বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ওঠে সরকারি হাসপাতালে। রোগী মৃত্যুর কারনে আজ উত্তেজনা ছড়ায় হাসপাতালে। তবে এবার শুধু বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ নয়, রোগীর পরিজনদেরকে কোমরের বেল্ট খুলে মারধর করার অভিযোগ উঠল হাসপাতালের শিক্ষানবীশ চিকিৎসকদের বিরুদ্ধে। ঘটনার খবর সংগ্রহ করতে গেলে শিক্ষানবীশ চিকিৎসকরা সাংবাদিকদের বাধা দেয় বলে অভিযোগ।
