ক্রেতা উপভোক্তা বিষয়ক সচেতনতা শিবির

সেখ রিয়াজুদ্দিনঃ

পশ্চিমবঙ্গ ক্রেতা উপভোক্তা বিষয়ক বিভাগের বীরভূম আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে ও সিউড়ি প্রগ্রেসিভ এন্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে জেলার দুটি বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে স্কুল পড়ুয়াদের নিয়ে ক্রেতা সুরক্ষা বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান দুটি আয়োজিত হয় পেটেলনগর বালিকা বিদ্যালয় এবং ডাঃ সুধা কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে। আলোচ্যসূচি হিসেবে দৈনন্দিন জীবনে বিভিন্ন কেনাকাটার উপর বিল বা রসিদ অবশ্যই নেওয়া।প্রতিটি জিনিসপত্র কেনাকাটার সময় সরকারের প্রদত্ত লোগো দেখা। ওজন,জিনিস বা দ্রব্যাদি তৈরির তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখা। বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার ক্ষেত্রেও গ্যাস সিলিন্ডারের ওজন পরখ করা যাহা গ্যাস সিলিন্ডারের গায়েই লেখা থাকে ওজনের পরিমাণ। এদিন সচেতনতা শিবিরে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা বিষয়ক অফিসার অর্ঘ্য মন্ডল, সিউড়ি প্রগ্রেসিভ এন্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মহম্মদ রফিক, মেহের খাতুন সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *