সেখ রিয়াজুদ্দিনঃ
ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন দপ্তরের সহযোগিতায় এবং দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহার উদ্যোগে খয়রাশোল ব্লক এলাকার বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের সহায়ক সরঞ্জাম প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় বুধবার। সরঞ্জামগুলির মধ্যে ছিল ট্রাইসাইকেল,হুইলচেয়ার, ব্যাটারী চালিত রিক্সা,হাত রিক্সা,দৃষ্টিহীনদের লাঠি সহ নানান সহায়ক।এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মোট ২৬৫ জন বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের হাতে সহায়ক সরঞ্জামাদি তুলে দেওয়া হয়।উল্লেখ্য গত ১৮ ই জানুয়ারী খয়রাশোলের বিজয়কৃষ্ণ আশ্রমে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যাক্তিদের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয় এবং সেই শিবির থেকে প্রাপ্ত নামের তালিকা অনুযায়ী এদিন সরঞ্জাম বিতরণ করা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা,সমাজসেবী ধ্রুব সাহা,ঝাড়খন্ড থেকে আগত বন্দনা ঝাঁ,পাঁচড়া গীতাভবনের অধ্যক্ষ সত্যানন্দজী মহারাজ,খয়রাশোল আশ্রমের অচিন্ত্য চৈতন্য ব্রহ্মচারী। এছাড়াও ছিলেন সুখময় গড়াঁই, সুকুমার নন্দী,অনুপম বাগ,রাজু দাস প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।