শম্ভুনাথ সেনঃ
আজ ৯ আগস্ট। দিনটি “বিশ্ব আদিবাসী দিবস” হিসেবে চিহ্নিত। উল্লেখ্য, জাতিসংঘ ১৯৯৪ সাল থেকে বিশ্বব্যাপী এই দিনটি পালনের উদ্যোগ নিয়েছে। এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও তাদের চাহিদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আদিবাসীদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার গুরুত্ব নিয়েই পালন করা হয় এই বিশ্ব আদিবাসী দিবস। রাজ্যের মূল অনুষ্ঠানটি হচ্ছে ঝাড়গ্রামে। বীরভূমের সাঁইথিয়া, ইলামবাজার আদিবাসী অধ্যুষিত এমন বিভিন্ন ব্লকে আদিবাসীদের নিয়ে এই দিনটি উদযাপিত হয়। তবে প.ব.সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং বীরভূম জেলা প্রশাসনের সহায়তায় জেলার মূল অনুষ্ঠানটি হচ্ছে বোলপুরে শ্রীনিকেতন ব্লকের মহিষডাল হূল মঞ্চে। সিধু কানুর প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন এবং আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন বীরভূম জেলা সমাহর্তা বিধান রায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল সেখ, জেলা সহ-সভাধিপতি স্বর্ণলতা সরেন, ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি বিভাগের জেলা কর্মাধ্যক্ষ বিশ্ববিজয় মার্ডি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের জেলা কর্মাধ্যক্ষ রবি মুর্মু সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও আদিবাসী জনজাতি সমাজের মানুষজন। বক্তারা তাদের বক্তব্যে দিনটির তাৎপর্য তুলে ধরেন। এদিন আদিবাসী সম্প্রদায়ভুক্ত কৃতি মানুষজনদের যেমন সংবর্ধনা জ্ঞাপন করা হয় তেমনি বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হয় অনুষ্ঠানে। রাজ্যের মূল অনুষ্ঠান ঝাড়গ্রামে অনুষ্ঠিত মুখ্যমন্ত্রীর বক্তব্য ভার্চুয়ালি জায়েন্ট স্ক্রিনে দেখানো হয়।