বীরভূমের মুরারইতে চোলাই মদ উদ্ধারে পুলিশের অভিযান

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মুরারই আবগারি দপ্তর এবং মুরারই থানার পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ফের চোলাই মদ উদ্ধার হয়। রাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঢুরিয়া ঝাড়ু পাড়া, দক্ষিণপাড়া, এবং নিচু পাড়া গ্রাম এলাকায় চোলাই অভিযান চালানো হয়। ৮ আগস্ট সকাল আটটা থেকে বেলা ১০ টা পর্যন্ত এই অভিযান চলে। এই অভিযানে উপস্থিত ছিলেন বীরভূম আবগারি জেলার সুপারিনটেনডেন্ট একলব্য চক্রবর্তী, ডেপুটি এক্সাইজ কালেক্টর পার্থ ঘোষ, রামপুরহাট রেঞ্জ ও বিজয় টিগ্গা ডেপুটি এক্সাইজ কালেক্টর সদর রেঞ্জ। এছাড়া ও বীরভূম আবগারী দপ্তরের অন্যান্য আধিকারিক, জেলার অন্যান্য সার্কেলের ওসি রা উপস্থিত ছিলেন। জানা যায় এই চোরাই অভিযানে প্রায় ৭০ লিটার চোলাই মদ এবং ১,৮০০ লিটারের ওপর চোলাই মদ তৈরীর সামগ্রী সহ ফার্মেন্টেড ওয়াশ এছাড়াও মদ তৈরি করার সরঞ্জাম কয়েকটি এলুমিনিয়াম হান্ডি সিজড করা হয়। এই অভিযানে গ্রামের সমস্ত চোলাই তৈরি কারবারিরা পালিয়ে যায়। তাই এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ সূত্রে খবর।

ছবিঃ দীপু মিঞা, মুরারই , বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *