শম্ভুনাথ সেনঃ
কলকাতা আর.জি.কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় উত্তাল কলকাতা সহ সারা রাজ্য। জানা গেছে হাসপাতালে ঢুকে যুবতী পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুন করেছেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। আর.জি. কর মেডিকেল কলেজের এই জঘন্যতম ঘটনার প্রতিবাদে দোষীদের কঠোর শাস্তির দাবি তুলে বিক্ষোভে সামিল হয় বীরভূমের রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক থেকে ডাক্তারি পড়ুয়া সহ সকল নার্স কর্মীরা। আজ সকাল থেকে তারা হাসপাতালের সমস্ত বিভাগের কাজকর্ম বন্ধ করে দেয়। যার জেরে বিপাকে পড়েছেন দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে আসা রোগী সহ তাঁদের বাড়ির আত্মীয় পরিজনেরা। হাসপাতালের O.P.D অর্থাৎ আউটডোর পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। এমনকী হাসপাতাল চত্বর জুড়ে দেওয়া হয়েছে বন্ধের পোস্টার। মেডিকেল কলেজ ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ পদযাত্রা করে হাসপাতাল চত্বরে। MSVP ডাঃ পলাশ দাস জানান-হাসাপাতালের OPD বন্ধ আছে তা কিন্তু আমার জানা নেই। তবে কিছু জুনিয়র ডাক্তার এসেছিল তাদের বিবেকের কাছে অনুরোধ করেছি যে ইমারজেন্সি পরিষেবা খোলা রাখতে। সিনিয়র ডাক্তার রয়েছে। রোগী আসলে অবশ্যই দেখা হবে বলে তিনি জানিয়েছেন।