শম্ভুনাথ সেনঃ
বীরভূম জেলা পুলিশের তৎপরতায় বীরভূমের বোলপুরে আজ ১০ আগস্ট ভোরবেলায় মুর্শিদাবাদের একদল মাদক চোরাচালান কারীদের গ্রেপ্তার করেছে। উড়িষ্যা থেকে মাদক নিয়ে এই দলটি বোলপুরে বিতরণের জন্য এজেন্টদের কাছে নিয়ে যাচ্ছিল। পুলিশের চোখ এড়ানোর জন্য চোরাকারবারীরা মাদক পরিবহনের জন্য একটি শব বহনকারী ভ্যান ব্যবহার করে। এই ভ্যান সাধারণত মৃতদেহ বহনের জন্য ব্যবহৃত হয়। পুলিশের গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে, পুলিশ দুটি গাড়িকে আটক করে। একটি সাদা TATA 3.0.L DiCOR ভ্যান এবং একটি কালো মাহিন্দ্রা বোলেরো গাড়ী। বোলপুর সংলগ্ন মুলুক এলাকায় একটি বাড়ির সামনে এই গাড়ি দুটিকে আটক করা হয়৷ তারপর পুলিশ তল্লাশি চালিয়ে ১৮৪ প্যাকেট গাঁজার প্যাকেট উদ্ধার করে। যার মোট ওজন প্রায় ১৯৬ কেজি। এগুলো ব্যাগে লুকানো ছিল। এই ঘটনায় মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৪ জন মুর্শিদাবাদের এবং ৩ জন বোলপুরের। এই পরিপেক্ষিতে আজ ১০ আগষ্ট একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। যার কেস নং-এর 330/24 u/s 20(b)(ii)(c)/25/29 NDPS
আইন 1985।