সেখ রিয়াজুদ্দিনঃ
ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির ২০২৫ সালে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে বোলপুর ডাকবাংলো ভবনে রাজ্যের ২৩ টি জেলা থেকে প্রায় ১৫০ জন রক্তদান আন্দোলনের নেতৃত্বদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। যা২০২৫ সালে হতে যাওয়া রাজ্য সম্মেলনের প্রাক – প্রস্তুতি সভা বলে জানা যায়। এদিন বীরভূম জেলার বিভিন্ন সংগঠনের ৯০ জনকে নিয়ে অভ্যর্থনা সমিতি গঠিত হয়েছে l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি রাজ্য সভাপতি পদ্মশ্রী ডাক্তার অরুনোদয় মন্ডল, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ, সংগঠনের রাজ্য সম্পাদক কবি ঘোষ বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: হিমাদ্রি আড়ি, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি বিশিস্ট চিকিৎসক ডা: অসীম কান্তি অধিকারী সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। রাজ্য সম্মেলন উপলক্ষে অভ্যর্থনা কমিটির যুগ্ম সম্পাদক নুরুল হক ও আব্দুল খালেক মল্লিক এক সাক্ষাৎকারে জানান যে আগামী রাজ্য সম্মেলনের মাধ্যমে জেলা তথা রাজ্য রক্তদান আন্দোলনে নব দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ উল্লেখ্য এদিনের সভা থেকেই ১০ জন মরণোত্তর দেহ দান এবং চক্ষু দানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন বলে আয়োজকদের বক্তব্য।