
সেখ রিয়াজুদ্দিনঃ
একটি গাছ-বহু প্রাণ। গাছ লাগান-প্রাণ বাঁচান। গাছ আনে বৃষ্টি-প্রকৃতির সৃষ্টি- হ্যাঁ, সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে বর্তমান পরিস্থিতিতে কমবেশি সকলেই ভুক্তভোগী। আর এই বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ প্রভাব থেকে নিস্তার পেতে বেশি বেশি করে গাছ লাগানো প্রয়োজন।সেরূপ পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে “একটি গাছ মায়ের নামে” নামক কর্মসূচির মাধ্যমে রবিবার দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহার উদ্যোগে খয়রাশোল বাসষ্ট্যান্ড এলাকায় পথ চলতি মানুষদের হাতে বিভিন্ন ফল জাতীয় গাছের চারা তুলে দেওয়া হয়। একান্ত সাক্ষাৎকারে বিধায়ক অনুপ কুমার সাহা বলেন বিশ্ব উষ্ণায়ন, অনাবৃষ্টি তথা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার স্বার্থে নানান ধরনের পাঁচশত চারা গাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক বাপী চক্রবর্তী, সমাজসেবী অনুপম বাগ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।