দীপককুমার দাসঃ
রাস্তায় রথের মতোএগিয়ে চলেছে আস্ত কেদারনাথ মন্দির। বোম বোম আওয়াজ তুলছে শিব ভক্তরা। আগামীকাল শ্রাবণ মাসের শেষ সোমবার বক্রেশ্বরের শিবের মাথায় জল ঢালতে সিউড়ি সুভাষ পল্লী মহাবীর মন্দির কমিটির সদস্যরা আজ রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ কেদারনাথ মন্দিরের আদলে ট্যাবেলো সাজিয়ে রওনা দিল বক্রেশ্বরের উদ্দেশ্যে। জল ঢালার শোভাযাত্রাতেও এই থিমের সাজে চমক দিল সুভাষ পল্লী মহাবীর মন্দির কমিটি। এই থিম ভাবনা শিল্পী সৌরেন্দ্রনাথ ভান্ডারীর। তিনি সিউড়িতে থিম শিল্পী হিসেবে বেশ পরিচিত। সিউড়ির পুলিশ লাইন সহ বেশ কয়েকটি দুর্গাপুজোর মন্ডপ বিভিন্ন থিম ভাবনায় তৈরি করে নজর কেড়েছেন। গতবছর সিউড়ির পুলিশ লাইনে কেদারনাথ মন্দিরের আদলের মন্ডপ নির্মাণ করে দর্শনার্থীদের আকৃষ্ট করেছিলেন। এবারে জল ঢালার শোভাযাত্রায় চলমান কেদারনাথ মন্দির করে নজর কাড়তে চলেছেন।