দীপককুমার দাসঃ
আজ রবিবার শতাধিক গিটারিস্ট এর গিটার বাদনে মুখরিত হলো সিউড়ির রবীন্দ্র সদন। গিটারের সুর মূর্চ্ছনায় বিমোহিত হলো শ্রোতারা। সিউড়ির ষ্টার্ফ অ্যান্ড ট্যাব গিটার একাডেমীর দশম বর্ষপূর্তি উপলক্ষে রবীন্দ্র সদনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। একক, সমবেত গিটার, সমবেত সঙ্গীত, ব্যান্ডের গান ছিল এদিনের অনুষ্ঠানের অংশ। বিভিন্ন বয়সী গিটারিস্টরা রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, আধুনিক গান, জনপ্রিয় হিন্দি গান, ব্যান্ডের গান যন্ত্রানুসঙ্গে শোনান উপস্থিত দর্শকদের। পরিশেষে এই সংস্থার শতাধিক ছাত্র ছাত্রী একসঙ্গে গিটার বাজিয়ে মুগ্ধ করেন শ্রোতাদের।
ষ্টার্ফ অ্যান্ড ট্যাব গিটার একাডেমীর পরিচালক সুদীপ্ত দাস জানান, আজ সংস্হার দশম বর্ষপূর্তির অনুষ্ঠান হলো। এদিন ১১০জন ছাত্র ছাত্রী এদিনের অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। এই অনুষ্ঠান ঘিরে ছাত্র ছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখলাম। এদের উচ্ছ্বাস বুঝিয়ে দিচ্ছে সিউড়িতে গিটারের জগৎ এর পরিসর অনেক বেড়ে গেছে। এদিনের এই অনুষ্ঠান দেখতে সংস্কৃতিপ্রমীরা উপস্থিত ছিলেন সিউড়ির রবীন্দ্র সদনে।