
শম্ভুনাথ সেনঃ
অতি বর্ষণের জেরে বীরভূমের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে অবস্থিত কুয়োতে ধ্বস নামে। যার জেরে ক’দিন ধরে জলসঙ্কটে পরে আবাসনে থাকা স্বাস্থ্য কর্মীরা। এই কুয়োর জল পাম্পের সাহায্যে আবাসনে থাকা ১৫ টি পরিবারে সরবরাহ করা হতো। আবাসন চত্বর সংলগ্ন এই কুয়ো এবং তার সঙ্গে লাগোয়া একটি পাম্প হাউস ছিল। কুয়োটি ছিল কংক্রিটের ঢালাই দিয়ে ঘেরা। পাশেই ছিল পাম্প হাউসটি।

গত ১০ আগস্ট শনিবার রাত্রে অতি বর্ষণের জেরে এই কুয়োটি ঢালাই সহ ধ্বসে তলিয়ে যায়। পরদিন সকালে পাম্প চালাতে গিয়ে দেখা যায় কুয়োটি নিশ্চিহ্ন। ঢালাই সহ ২০-৩০ ফুট নীচে চলে গেছে। তবে পাম্প হাউসটি অক্ষত আছে। এই ঘটনায় চিকিৎসক নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের আবাসনে জল সরবরাহে বিঘ্নিত হয়েছে। তবে বিষয়টি যথাশীঘ্র উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে হাসপাতালের বি.এম. ও.এইচ ডাঃ সালমান মণ্ডল জানিয়েছেন। আবাসনে থাকা চিকিৎসক, কর্মী ও স্বাস্থ্যকর্মীদের খুব দ্রুত জল সরবরাহের জন্য পাশে থাকা আরেকটি পাম্পের সঙ্গে সংযোগ করা হবে বলে তিনি জানান।
