
শম্ভুনাথ সেনঃ
দেশবাসীর মনে দেশপ্রেম জাগিয়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এবারও উদ্যোগ নিয়েছে “হর ঘর তিরঙ্গা” প্রকল্প। উল্লেখ্য, ২০২২ সালে প্রথম এই প্রকল্প গ্রহণ করা হয়। এবার এই উদ্যোগ তৃতীয় বর্ষে পদার্পণ করলো। হাতে মাত্র একদিন, তারপর ১৫ আগস্ট। দেশজুড়ে উদযাপিত হবে ৭৮ তম স্বাধীনতা দিবস। তার আগেই ১৩-১৫ আগস্ট শুরু হয়েছে তিরঙ্গা ক্যাম্পেন। রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা নিয়ে এসেছিল ভারতের স্বাধীনতা সংগ্রামীরা। অসংখ্য স্বাধীনতার সংগ্রামীর প্রাণ বিসর্জন আর রক্তের বিনিময়ে ১৯৪৭ সালের ১৫ আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে। তিরঙ্গার গৌরবকে স্মরণ করতেই “হর ঘর তিরঙ্গা” অভিযানে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১৫ আগস্ট নিজ নিজ বাড়িতে এবং প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের বার্তা দিতেই এই কর্মসূচি। আজ সকালে সিউড়ি ডাক বিভাগ কর্তৃপক্ষ এই কর্মসূচি পালনে জাতীয় পতাকা হাতে ডাক কর্মীদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয়। পোস্টমাস্টার গৌতম দাস, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পোস্ট অফিস, পোস্টম্যান পলাশ মণ্ডল, ভাস্কর জ্যোতি কুন্ডুরা জাতীয় পতাকা হাতে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এই শোভাযাত্রায় ছিলেন বীরভূমের গর্ব পদ্মশ্রী প্রাপক শিল্পী রতন কাহার।

বড় ডাকঘর থেকে মসজিদ মোড় হয়ে শোভাযাত্রা সিউড়ি শহর পরিক্রমা করে। সেই সঙ্গে জাতীয় পতাকা বিক্রিও করা হয়। অন্যদিকে বীরভূমের সদর সিউড়িতে বিজেপির জেলা কার্যালয়ে তেরঙ্গা পতাকা হাতে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হয়। সারা জেলাবাসীকে তিরঙ্গা হাতে স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানান বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। উপস্থিত ছিলেন জেলার অন্যান্য বিজেপি কর্মী ও কর্মকর্তারা।
