শম্ভুনাথ সেনঃ
দিন দিন মানুষের রক্তদানে উৎসাহ বাড়ছে। আসলে উন্নত প্রযুক্তি সত্ত্বেও আজও কারখানায় রক্ত তৈরি করা যায়নি। তাই মুমূর্ষ রোগী কিংবা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু,গর্ভবতী মায়েদের জীবন বাঁচে আরেকটি মানুষের রক্তদানে। বীরভূমের মুরারই এলাকার সংবাদ মাধ্যমের কর্মীদের সহযোগিতায় আজ ১৮ আগষ্ট বীরভূমের মুরারই ১ নং ব্লকের সভাকক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিবেকানন্দ ট্রাস্টের সহযোগিতায় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও বীরেন্দ্র অধিকারী, মুরারই থানার ওসি সাকিব সাহেব, অবসরপ্রাপ্ত শিক্ষক ত্রিলোক বিহারী মণ্ডল,জেলা কর্মাধ্যক্ষ সিরাজুল খান প্রমুখ। এদিন রক্তদানের পাশাপাশি তোরসা ফুড ক্যান্টিনের প্রথম বর্ষ পূর্তি উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তারা রক্তদানের স্বপক্ষে বক্তব্য তুলে ধরেন। সংগীত, আদিবাসী নৃত্য, একক নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করে স্থানীয় শিল্পীরা। মোট ৩০ জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। রামপুরহাট গর্ভমেন্ট হাসপাতাল ও কলেজের ব্লাড সেন্টার এই রক্ত সংগ্রহ করে। শেষে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে শংসাপত্র। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুরারই কাজী নজরুল কলেজের অধ্যাপক অনির্বাণ জ্যোতি সিংহ।