সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন এলাকা দিয়ে জেলার লোকপুর, রাজনগর, কাঁকরতলা সহ অন্যান্য থানা এলাকার গ্রামে গ্রামে অবৈধভাবে ঢুকছে চোলাই মদ। সেগুলো কখনো পাইকারি হারে তো কখনো খোলা বাজারে খুচরো ভাবে দেদার বিক্রি করে চলে যাচ্ছে একশ্রেণীর অবৈধ চোলাই মদকারবারীরা।যার প্রেক্ষিতে এলাকায় মাতালের সংখ্যা যেমন বাড়ছে পাশাপাশি আর্থিক অনটনের সাথে সাথে পারিবারিক অশান্তি ও দৈনন্দিন বেড়ে চলেছে।ঘটনার কথা সামনে আসতেই লোকপুর থানার পুলিশ অবৈধ চোলাই মদ বন্ধের জন্য তৎপর হয়ে উঠেন। সেরূপ গোপন সূত্রে খবর পেয়ে লোকপুর থানার পুলিশ শনিবার সন্ধ্যা নাগাদ রূপুষপুর পঞ্চায়েত এলাকার বারাবন জঙ্গল মোড়ের নাকাচেকিং পয়েন্ট সংলগ্ন এলাকায় দুই ব্যাক্তিকে গাড়ি ধরার উদ্দেশ্যে দাড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ জাগে।সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান চালিয়ে তাদের কাছে থাকা কুড়ি লিটার করে দুটি জ্যারিকেনের মধ্যে চল্লিশ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার হয়। চল্লিশ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি দুজনকেই আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের মধ্যে একজন দুবরাজপুর থানার কৃষ্ণনগরের সুজিৎ বাউরি এবং অপরজন স্থানীয় থানার শিবপুর গ্রামের রঞ্জিত মন্ডল। রবিবার ধৃতদের দুবরাজপুর আদালতে পাঠানো হয় লোকপুর থানার পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য গত শুক্রবার ও অনুরূপ লোকপুর পুলিশের নজরদারিতে স্থানীয় থানার শিবপুর গ্রামের প্রসেনজিৎ মন্ডল ও বিশালপুর গ্রামের আনন্দ গোপাল জমাদার অবৈধভাবে চোলাই মদ পাচার করতে গিয়ে ধরা পড়ে বলে পুলিশ সূত্রে খবর।