মহঃ সফিউল আলমঃ
মাধ্যমিকে এবার রাজনগর ব্লকে সর্বোচ্চ নাম্বারের নিরিখে সেরা দিঘিআগাল গ্রামের রিমা চৌধুরী৷ সে এবার রাজনগর হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল৷ গর্বিত এলাকাবাসী৷ আনন্দিত ও গর্বিত স্কুল কর্তৃপক্ষ সহ শুভাকাঙ্খীরা৷ তার প্রাপ্ত নাম্বার ৬৬৩৷ শতাংশের হিসাবে যা ৯৪%৷ বিদ্যালয় তো বটেই, রাজনগর ব্লকের মধ্যেও তার এই নাম্বারটি সর্বোচ্চ বলে জানা গিয়েছে৷ রিমার বাবার নাম অরুণ চৌধুরী৷ পেশায় কৃষিজীবি৷ মা চায়না চৌধুরী গৃহবধূ৷ দিদি প্রীতি গরাঁই এর সঙ্গে এদিন স্কুলে আসে মার্কসশীট নিতে৷ কয়েকটি প্রশ্নের উত্তরে সে এই প্রতিবেদককে জানায়, সে বিজ্ঞান বিভাগে পড়াশুনা করতে চায়৷ তার লক্ষ্য অধ্যাপিকা হওয়া৷ কৃতী এই ছাত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে৷ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন একাধিক সংস্থা সংগঠনের প্রতিনিধিরাও৷ রিমা পরীক্ষায় এমন ভালো রিজাল্ট করে এলাকার, বাবা মায়ের ও বিদ্যালয়ের মুখ যে উজ্জ্বল করেছে তা বলার অপেক্ষা রাখেনা৷ নয়াপ্রজন্মর পক্ষ থেকেও তার জন্য শুভেচ্ছা ও শুভ কামনা রইল৷