দীপক কুমার দাসঃ
এবার সিউড়ির শ্রী শ্রী অরবিন্দ ইনষ্টিটিউশন ফর সাইটলেস এর চার বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। শুক্রবার রেজাল্ট বের হয়। দেখা যায় যথেষ্ট কৃতিত্বের সঙ্গে এবারের মাধ্যমিক বিদ্যালয় উর্ত্তীণ হয়েছে সিউড়ির বাজারপাড়ায় অবস্হিত শ্রী শ্রী অরবিন্দ ইনষ্টিটিউট ফর সাইটলেস বিদ্যালয়ের চার জন। এই চার জন হলো স্বপ্ননীল রায়, মন্টু দাস, কিষাণ ভল্লা ও জয়কৃষ্ণ সরকার। বিগত প্রায় দেড়বছর করোনার কারণে পড়াশোনা বন্ধ ছিল। বিদ্যালয়ের হোষ্টেলে থেকে পড়াশুনা করানো হয় বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে। এবার বেশিরভাগ সময় বন্ধ ছিল স্কুল। তাই ঐ চার জন ছাত্রকে পরীক্ষার জন্য তৈরি করতে যথেষ্ট বেগ পেতে হয় শিক্ষকদের। এছাড়া পরীক্ষায় রাইটারের একটা সমস্যা থেকে যায়। সব বাধা অতিক্রম করে বিশেষ চাহিদা সম্পন্ন এই চার ছাত্র কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। স্বপ্ননীল রায় পেয়েছে ৬১৫, মন্টু দাসের প্রাপ্ত নম্বর ৬০৯, কৃষ্ণ ভল্লা পেয়েছে ৫৯৪ আর জয়কৃষ্ণ সরকার পেয়েছে ৫৬৭। তাদের এই সাফল্যে খুব খুশি তাদের অভিভাবক থেকে স্কুলের শিক্ষকরা।