বীরভূমের দুবরাজপুর সারদা ফুটবল ময়দানে শুরু হল ৬১তম “সত্যানন্দ শীল্ড টুর্নামেন্ট”- ২০২৪

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগ ও পরিচালনায় দুবরাজপুর সারদা ফুটবল ময়দানে আজ ২২ আগষ্ট থেকে শুরু হল ৬১ তম “শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৪”। এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি স্বামী গৌরানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন স্থানীয় পুরপ্রধান পীযুষ পাণ্ডে, দুবরাজপুর বিডিও রাজা আদক, দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য সহ বহু শুভানুধ্যায়ী ও আশ্রমের মহারাজরা। প্রথমেই মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন ও ঠাকুর সত্যানন্দদেবের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। আশ্রমের ক্রীড়া পতাকা উত্তোলন করেন পুরপ্রধান পীযূষ পাণ্ডে ও বিডিও রাজা আদক। দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানান, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রাণপুরুষ স্বামী ভূপানন্দ মহারাজ তাঁর গুরুদেব ঠাকুর সত্যানন্দদেবের নামে ৬১ বছর আগে এই শীল্ড টুর্নামেন্ট শুরু করেছিলেন। জেলার বুকে এ এক অনন্য নজির। উল্লেখ্য, ৮ টি দল নিয়েই এবারের এই টুর্নামেন্ট শুরু হয়েছে। চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে আগামী ১ সেপ্টেম্বর। ঐদিন বিজয়ী ও বিজেতাদের হাতে সত্যানন্দ ট্রফি সহ নগদ ১৫ হাজার এবং ১০ হাজার টাকা তুলে দেওয়া হবে। এদিন উদ্বোধনী খেলায় বার্নপুর ইউনাইটেড ক্লাবের সঙ্গে মুখোমুখি লড়াই হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রদের। টানটান উত্তেজনায় বার্নপুর ইউনাইটেড ক্লাব ১-০ গোলে জয়ী হয়। এদিন মাঠের চারপাশ জুড়ে ছিল বহু ফুটবলপ্রেমী দর্শকদের ভিড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *