লোকপুর থানার পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচী

বিপিন পালঃ

জেলা পুলিশের উদ্যোগে ও লোকপুর থানার আয়োজনে ৩ জুন সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পে শোভাযাত্রা বের হয়। হাতে প্ল্যাকার্ড নিয়ে সকল গাড়ী চালকদের সরকারী নিয়মবিধি সম্বন্ধে অবগত করলেন। হেলমেট ব্যবহার, মদ্যপ অবস্থায় গাড়ী না চালানো, অতিরিক্ত গতিতে গাড়ী না চালানো, চারচাকা গাড়ীর ক্ষেত্রে সিট বেল্ট ব্যবহার সহ নানান বিষয়ে পথচলতি মানুষ তথা গাড়ীর চালকদের সচেতন করলেন। শোভাযাত্রাটি থানা চত্বর থেকে বেরিয়ে বাসস্টপ, বাজার পরিক্রমা করে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়। তাছাড়াও লোকপুর থানার অধীনস্থ সারসা মোড় ও নাকড়াকোন্দা হাইস্কুল মোড়ে লোকপুর থানার পুলিশের সাথে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোকসংগীত লেখক, গায়ক নারায়ন কর্মকার পথসভায় গানের মাধ্যমে পথচলতি মানুষ, গাড়ীর চালকদের সচেতন করলেন, কর্মসূচীতে অংশ নেন এএসআই রামপ্রসাদ মন্ডল, পিএসআই আব্দুল গফ্ফর, লোকসংগীত শিল্পী নারয়ন কর্মকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা ও সিভিক ভলেন্টিয়ারেরা। পুলিশের এহেন কর্মকান্ডে সাধারন মানুষ তথা গাড়ী চালকেরা স্বভাবতই খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *