বীরভূমের কড়িধ্যা যদু রায় হাইস্কুলের ৭৭ তম প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালিত হল

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের কড়িধ্যা যদু রায় মেমোরিয়াল এন্ড পাবলিক ইনস্টিটিউটের ৭৭ তম প্রতিষ্ঠা দিবস আজ ২২ আগষ্ট নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে উদযাপিত হয়। গৌরবময় অতিথি রূপে উপস্থিত ছিলেন বীরভূম সাংসদ শতাব্দী রায়। সবুজায়নের লক্ষ্য নিয়ে এদিন তিনি ১০০০ টি চারাগাছ বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রদান করেন। বিশেষভাবে সক্ষম দুই ছাত্র মহাদেব শর্মা এবং অষ্টম দাসের হার না মানার লড়াইকে কুর্নিশ জানাতে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি দেবাশিস চট্টোপাধ্যায় ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ( উন্নয়ন) বিশ্বজিৎ মোদক, বীরভূমের লাল মাটির রত্ন পদ্মশ্রী খ্যাত রতন কাহার, কবি নাট্যকার অতনু বর্মন,বিশিষ্ট শিক্ষক অভিজিৎ নন্দন সহ পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয়ের আমন্ত্রিত প্রধান শিক্ষক শিক্ষিকারা। এদিন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। নৃত্য, গান, কথা কবিতায় কাটে সারাদিন। উল্লেখ্য, এদিন বিদ্যালয়ের আজীবন সম্পাদক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব স্বর্গীয় সন্তোষ কুমার বন্দোপাধ্যায়ের জন্ম দিবস স্মরণ শ্রদ্ধায় পালিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যামিনী কান্ত সাহা উপস্থিত ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষানুরাগীদের কাছে এই বিদ্যালয়ের ঐতিহ্য ও পরম্পরা ধরে রাখার আহ্বান জানান। প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করতে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয় একটি রক্তদান শিবিরের। বিদ্যালয়ের শিক্ষক সহ প্রাক্তনীরা মিলে ১৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *