শম্ভুনাথ সেনঃ
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টি সেইসঙ্গে ঝাড়খণ্ডের বৃষ্টির জল এসে পৌঁছেছে অজয় নদে। তাছাড়া বীরভূমেও দফায় দফায় বৃষ্টি হওয়ায় আজ ২৪ আগস্ট জয়দেব কেন্দুলীর ফেরিঘাটে বিপদসীমার উপর দিয়ে বয়ছে অজয় নদের জল। ফলে বীরভূমের সঙ্গে পশ্চিম বর্ধমানের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। বিপাকে পড়েছেন সাধারণ মানুষজন। অতি প্রয়োজনে ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে তাদের। সাংবাদিকদের মুখোমুখি সমস্যার সেকথায় জানিয়েছেন তারা। উল্লেখ্য, বীরভূমের কয়েক হাজার মানুষ রুটি রুজির তাগিদে দৈনন্দিন এই কজওয়ে হয়ে যাতায়াত করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পনগরীতে। উল্লেখ্য, বছর চারেক ধরে এই অজয় নদের উপর সেতু নির্মিত হচ্ছে। সেতুর কাজ প্রায় ৯০ শতাংশ সম্পূর্ণ। কিন্তু এখনো পর্যন্ত দুই জেলার যোগাযোগের ক্ষেত্রে কজওয়ে একমাত্র ভরসা। এই সেতু কবে সম্পূর্ণ হবে তা প্রশাসনের কাছে অজানা। এই নবনির্মিত সেতুর উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছেন দুই জেলার মানুষজন।