ডিস্ট্রিক্ট কাউন্সিল স্কুল গেমস এন্ড স্পোর্টস এর উদ্যোগ: স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে জেলা স্তর দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বীরভূমের বোলপুরে

শম্ভুনাথ সেনঃ

ডিস্ট্রিক্ট কাউন্সিল স্কুল গেমস এন্ড স্পোর্টস এর উদ্যোগে বীরভূমের স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো জেলা স্তর দাবা প্রতিযোগিতা। অল বীরভূম ডিস্ট্রিক চেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজ ২৪ আগস্ট বীরভূমের বোলপুর সংলগ্ন প্রান্তিক টেকনো ইন্ডিয়া স্কুলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অনূর্ধ্ব ১৪, ১৭, ১৯ বছর বয়সী স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই দাবা প্রতিযোগিতা। জেলার মোট ৬৬ জন পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মধ্যে ১২ জন ছাত্রী। এদিন বেলা ১০:৩০ টা থেকে শুরু হয় এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিত্রা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার সঞ্জয় কুমার মিত্র, বিশিষ্ট সমাজসেবী ড. চন্দ্রচূড় গোস্বামী, টেকনো ইন্ডিয়ার শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ডিপিও সন্দীপ মাইতি, ডিস্ট্রিক্ট কাউন্সিলের সেক্রেটারি সুবীর দাস সহ জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও বীরভূম দাবা সংস্থার প্রতিনিধিরা। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন
বীরভূম জেলা দাবা সংস্থার সম্পাদক তথা শিক্ষক বিজয় সাউ, তাপস বিশ্বাস প্রমুখ। ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও উদ্দীপনায় এই প্রতিযোগিতা বেশ সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠে। প্রতি বিভাগে ৪ জন করে জয়ী স্থানাধিকারীরা বীরভূম জেলার হয়ে রাজ্য স্তর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উল্লেখ্য, রাজ্য স্তর দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দক্ষিণ ২৪ পরগণায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *